ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের। সম্পতি একটি কনসার্ট থেকে রেগে বের হয়ে গিয়েছিলেন তিনি। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিনের ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন গায়িকা। যেখানে তিনি লেখেন, ‘বারানসিতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ংকর ঘটনা ঘটেছে, সেই নেতিবাচক ঘটনার কথা বলে ২০২৪-এর শেষ বা নতুন বছর ২০২৫-এর শুরু করতে চাইনি।
যা-ই হোক, অনেক চিন্তাভাবনার পর আমার মনে হয়েছে, এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সবাইকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কিভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যা বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সবার বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ট।’
মোনালি আরো লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে নারীদের সুরক্ষার জন্য অত্যাবশ𒊎্যকীয়। শুধু নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ।’
গায়িকা আরো লেখেন, ‘কোনো যুবতী নারীর এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক।
কারণ এটি আসল ঘটনাকে ক্ষতিগ্রস্ত করে এবং এমন একটা ইস্যু নিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে, যা অত্যন্ত গুরুত্বসহকারে💯 বিবেচনা করা উচিত।’
ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনা𓄧র কথা স্মরণ করে বলেন, মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি। যে 🐲কারণে ৭০ মিনিটের পারফরম্যান্সের পর মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
গত ২২ ডিসেম্বর হঠাৎ বারানসিতে কনসার্ট বন্ধ করে দেন মোনালি। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী। 𝐆তবে আয়োজক সংস্থা তাদের💃 সব অভিযোগ খারিজ করে দেয়। উল্টো তাদের অভিযোগ, মোনালি ও তার টিম তাদের হেনস্তা করেছেন। গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও অ্যাখ্যা দিয়েছিলেন তারা। এমনকি এক মহিলা সংগঠক আরো দাবি করেছেন, মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্তা করেছেন। এরপর ক্ষুব্ধ হয়ে ইনস্টগ্রামে পোস্ট দেন মোনালি ঠাকুর।