• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের দুই ছেলে পড়বে একই স্কুলে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৩:২৫ পিএম
শাকিবের দুই ছেলে পড়বে একই স্কুলে
আব্রাম খান জয় এবং শেহজাদ খান বীরকে একই স্কুলে ভর্তির সময় শাকিব খান । ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর স্কুলে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর𝔍 অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল💝 স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে। এর আগে ২০১৮ সালে ছেলে আব্রাম খান জয়কে একই স্কুলে ভর্তি করা হয়।

বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি শবনম বুবলী নিজের ফেসবুক পেজে কয়েককটি ছবি পোস্ট করেছেন। যেখানে শাꦉকিব খান 🤪ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন এমন ছবি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, স্কুলে ছেলেকে নিয়ে মা-বাবা দুজনকে অনেক প্রাণোচ্ছ্ল দেখা যাচ্ছে।

বলী বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) দিনটি আমার জন্য অনেক আবেগ, 𓃲ভালোবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজ𒊎ানের স্কুলের প্রথম দিন।’

শেহজাদের স্মৃতিচারণা করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্ত𒆙ে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!’

ছেলের জন্য দোয়া চেয়ে বুবরী বলেন, ‘‘সবাই আমার শে⛄হজাদ বাবার জন্য দোয়া করবেন এব♊ং আপনাদের ভালোবাসায় রাখবেন।’’

Link copied!