• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের ‘রাজকুমার’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৩:৫৪ পিএম
শাকিবের ‘রাজকুমার’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু
শাকিব খান। ছবি: কোলাজ

আসন্ন ঈদে মুক্তির জন্য সেজেছে এক ডজন ছবি। ঈদের বাকি আরও ৮ দিন। তবে মুক্তির অপেক্ষায় থাক💎া এতো ছবির ভিড়ে সিনেমা হল মালিকদের চাহিদা ও দর্শক চাহিদার তুঙ্গে সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখে এবং ব💖েশকিছু সিনেমা হল মালিকদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে মুক্তির ৮ দিন আগেই শাকিবের ‘রাꩲজকুমার’ ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যা রীতিমত অবাক করা বিষয়!

মঙ্গলবার (২ এপ্রিল) থেকে সিরাজগঞ্জ জেলার রুটস সিনেক্লাব সিনেমা হলে সকাল থেকে ‘রাজকুমার’ এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বিষয়টি জানিয়েছেন এর চেয়ারম্যান সামিনা ইসলাম।

তিনি বলেন,মঙ্গলবার (২ এপ্রিল) সকাল থেকে ঈদের দিনসহ প্রথম ৭দিনের টিকিট বিক্রি শুরু করেছি। প্রথমদিনেই রেসপন্স ভালো। সরাসরি এসে প্রথমদিনে অনেকেই টিকেট নিয়েছেন। অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অন💯লাইনেও ‘রাজকুমার’র বুকিং হচ্ছে। আমরা ‘রাজকুমার’ চালানোর ঘোষণা দেয়ার পর থেকে ফেস🔯বুকের মাধ্যমে ভালো সাড়া পাচ্ছি।

আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিন দিন আগে ছবির একটি রোমান্ꦇটিক গান প্রকাশের পর দর্শক গানটি লুফে নিয়েছে।

হিমেল আশরাফ বলেন, সিনেপ্লে🐟ক্স থেকে সিঙ্গেল স্ক্রিন দেশের সব হল মালিকরাই ‘রাজকুমার🍨’ নিতে চাচ্ছেন। কারণ প্রতিটি হলই ‘প্রিয়তমা’ চালিয়ে লাভবান হয়েছেন। আমরা বুঝে শুনে ছবি দিচ্ছি। আমার বিশ্বাস, রাজকুমার চালিয়েও তারা লাভবান হবেন।

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্♔দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আরও আছেন এরফান মৃধ𒊎া শিবলু, ডাক্তার এজাজ, আনোয়ার, আহমেদ শরীফ প্রমুখ।

আসন্ন ঈদেꦿ বাংলাদেশের পাশাপাশি ‘রাজকুমার’ মুক্তি দেয়া হবে য🌳ুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডাসহ বিভিন্ন দেশে।

Link copied!