• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গ্লোবাল তালিকায় শীর্ষে শাকিব-মিমির ‘উরাধুরা’ গান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ১১:১৪ এএম
গ্লোবাল তালিকায় শীর্ষে শাকিব-মিমির ‘উরাধুরা’ গান
‘লাগে উরাধুরা গানে নাচছেন প্রীতম , শাকিব খান ও মিমি চক্রবর্তী । ছবি: সংগৃহীত

শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমা মাত করছে সারা বিশ্ব। ইতিহাস তৈরি করেছে সিনেমার গানও। ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। তবꦏে  ছবি মুক্তির আগেই প্রকাশ পেয়েছিল  ‘লাগে উরাধুরা’ গানটি। গানটি দারুণভাবে পছন্দ করেছেন দর্শক। এখন তো সকলের মুখে মুখেই।

ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় উঠেছে ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘লাগে উরাধুরা’। সাপ্ত♛াহিক (২৮ জুন থেকে ৪ জুলাই) তালিকায় চতܫুর্থ অবস্থানে রয়েছে গানটি। মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই আলোচিত গান ‘একপ্রেসো’, ও ‘প্লিজ প্লিজ প্লিজ’-কে ছাড়িয়ে গেছে ঢাকার গানটি।

এ দুই গান রয়েছে য🐼থাক্রমে পঞ্চম ও সপ্তম অবস্থানে। তালিকার শীর্ষে র🦂য়েছে ব্ল্যাকপিংক তারকা লিসার ‘রকস্টার’। মাত্র দুই মাসে এমন সাফল্যে  অভূতপূর্ব। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ‘লাগে উরাধুরা’ গানে রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ।

দুটি ইউটিউব𝐆 মিলিয়ে গানটি ✅ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন। এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী। তারা কণ্ঠ দিয়েছেন গানটিতে।

গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন। মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গাꦏনটিতে পারফরম করেছেন মিমি চক্রবর্তী।

গত ঈদে মুক্তি পায় আলফা আই প্রযোজিত ‘তুফান’। শাকিব-মিমি ছাড়াও এতে অভিনয় করেন চঞ্💎চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত প্রমুখ। মুক্তির পঞ্চম সপ্তাহেও ছবিটি দেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি পৃথিবীর ১৭টি দেশে রমরমা চলছে। ইতিমধ্যে ‘তুফান’-কে অলটাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Link copied!