মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভꦅিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর মালয়েশিয়াসহ আরও নয় দেশে মুক্তি পাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি।
স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের পেট্রনাস টুইন টাওয়ারের টিজিভি প্রেক্ষাগৃহে প্রিমিয়ার শো`র মধ্য দিয়ে মালয়েশিয়ায় শুরু হয় ‘প্রিয়তমা’র যাত্রা। দেশটির ৬🌊টি প্রেক্ষাগৃহে মুক্তির প্রথমদিনেই হুমড়ি খেয়ে🧜 প্রবাসী বাঙালিরা ‘প্রিয়তমা’ দেখছেন। দর্শকের চাপে মালয়েশিয়াতে মেগাহিট এ ছবির শো বাড়ানো হয়েছে।
দেশটির কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, পেনাঙের এমএমসি প্রাঙ্গিন মল, জোহরের এমএমসি সিটি স্কয়ার, শাহ আলমের টিএসআর সিনেমেক্স, সেরেম্বানের এই সিনেমাসে ‘প্রিয়তমা’ চলছে। প্রথমদিনে সব🦄খানেই দর্শকদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার তালিকায় এরইমধ্যে নাম লিখিয়েছে ‘প্রিয়তমা’। প্রয়াত ফারুক হোসেনের গল্পে সিনেমাটি নির্মাণ করেছে ভার্সেটা👍ইল মিডিয়া। শাকিব খান ও কলকাতার মেয়ে ইধিকা পালকে নিয়ে স𒊎িনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের ♏প্রযোজনায়♊ ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।