• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আক্ষেপ নিয়ে নিপুণকে ছাড়লেন শাহনূর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০২:১৫ পিএম
আক্ষেপ নিয়ে নিপুণকে ছাড়লেন শাহনূর
নিপুণ- শাহনূর। ছবি: কোলাজ

নানা শাহ পর অনেকটা আক্ষেপ নিয়েই নিপুণকে ছ🍬াড়লেন তারই কাছের মানুষ চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনূর।  যুক্ত হয়েছেন নতুন প্যা♑নেলে। যে প্যানেলে রয়েছেন মিশা সওদাগর ও মনোয়বার হোসেনের মতো জনপ্রিয় অভিনেতা।

শাহনূর বলেন, ‘সাংগঠনিক সম্পাদক হওয়া সত্ত্বেও দুই বছর সমিতির মিটিং ছাড়া আমাকে ডাকেনি এবং কিছুতে রাখেনি। সবকিছু থেকে আমাকে দূরে রাখা হয়েছে। শিল্পীদের প্রাপ্য সম্মান চাই। গত দুই বছরে আমরা শিল্পীরা যে, সম্মান হারিয়েছি তা ফিরিয়ে আনতে কাজ করতে চাই। যার কারণে নতুন প্যানেলে আসা। ওই কমিটি থেকে দুই বছর তেমন কিছুই করতে পারিনি। এই কমিটিতে থেকে একসঙ্গে সবাই মিলে কাজ করবো

 

আমাদের শিল্পীদের মধ্যে বিভ𝓀াজন চাই না। বিগত নির্বাচনের পরের দিন সবকিছু ভুলে যেতাম যে, আমরা কাকে ভোট দিয়েছি। এবারও আমরা সেটাই চাই। আমরা শিল্পীদের নিয়ে বিরূপ মন্তব্য করতে চাই না। আমাদের হারানো সম্মানটা সবাই যেন আবার ফিরে পাই।’

ডিপজলের প্রশংসা করে শাহনূর বলেন, ডিপজল ভাইর কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। সেটি সবাই জানে। এটা মাথায় রেখে যোগ্য নেতা নির্বাচিত করতে হবে। আমরা সবসময় শিল্পীদের সাথে আছি।  এবার মিশা🗹-ডিপজল প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবো

চিত্রনায়িকা শাহনূর। এ পর্যন্ত ৬১টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি ‘রাজকুমারী’ সিনেমার ডাবিং শেষ করেছেন এই নায়িকা। 
 

Link copied!