বেশ কিছুদিন ধরꦏে গুঞ্জন ছিল দক্ষিণি তারকা রজনীকান্তের সঙ্গে ‘থালাইভার ১৭১’– এ দেখা যাবে শাহর🐽ুখ খানকে। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন লোকেশ কঙ্গরাজ। তবে, গুঞ্জনে পানি ঢেলে দিলেন শাহরুখ। এই মুহূর্তে রজনীকান্তের সঙ্গে সিনেমা করতে রাজি নন বলিউড বাদশা। খবর দ্যা ওয়াল।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্মাতা লোকেশ নতুন সিনেমা নিয়ে শাহরুখ খানের সꦫঙ্গে দেখা করে তার চরিত্রের বিষয়ে ব্যাখ্যা করেছেন। শাহরুখ সিনেমাটির বিষয়বস্তু পছন্দ করেছেন এবং রজনীকান্তকে প্রচন্ড শ্রদ্ধা করেন। তারপরও বিনয়ের সঙ্গে এ সিনেমায় কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি এ♎খন স্বতন্ত্র ফিচার ফিল্মে কাজ করতে চান। তবে লোকেশের নির্দেশনায় একক কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান।
এদিকে শাহরুখ খান প্রস্তাব ফেরানোর পর লোকেশ কঙ্গরাজ যোগাযোগ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। বর্তমানে ‘থালাইভার ১৭১’ সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পন⛎া করেছেন নির্মাতারা।