বলিউꩵড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’-এর পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ‘ভাইজান’ সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল মোহাম্মদ কিবরিয়🐎া বলဣেন, ‘‘সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই সেন্সর পেয়েছে সিনেমাটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার (বাংলাদেশের) সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’’
‘কিসি কা ভাই কিসি কি জান’ সালমান খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের সিনেমা। গত ঈদুল ফিতরের বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটির প্রত্যাশা নিয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘‘এর আগে শাহরুখের ছবি মাল্টিপ্লেক্সগুলোতে সাড়া বেশি ছিল। সালমানের ছবি নিয়ে আরও ভালো প𝄹্রত্যাশা আছে। কারণ, বাংলাদেশে সালমানের প্রচুর ভক্ত আছে। তা ছাড়া সিনেমাটি ভারতে মুক্তির অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশে আনা গেলে আরও ভালো হতো।’’
সালমান খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা এবং বিজেন্দ্র সিংসহ অনেকে।