• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রশংসায় ভাসছেন সালমান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৫:১৩ পিএম
প্রশংসায় ভাসছেন সালমান খান

বলিউড ভাইজানখ্যাত নায়ক সালমান খান। এই সুপারস্টারের 𒊎নিরাপত্তায় থাকেন দেহরক্ষী শেরা। দেহরক্ষী হলেও সালমানের সঙ্গে শেরার সম্পর্ক পারিবারিক সম্পর্কের মতো। এবার সেই দেহরক্ষীর সন্তানক🦄ে বড় সুযোগ দিলেন সালমান।

সালমনের হাত ধরে বলিউডে নিজেদের ক্যারিয়ার পাকাপোক্ত করেছেন বহু নায়িকা। এবার সালমান তার দেহরক্ষীর ছেলেকে বলিউডের অভি💃নয়𓆉ের সুযোগ করে দিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই সবার প্রশংসায় ভাসছেন তিনি।

বিভিন্ন সূত্র মারফত জানা যায়, সালমানের দেহরক্ষীর শেরার পুত্🥃র টাইগার কোনো পার্শ্বচরিত্র নয়। সুযোগ পাচ্ছেন একদম নায়ক হিসেবে। তবে কে হচ্ছেন তার নায়িকা, 🦩তা এখনো চূড়ান্ত হয়নি।

আরও জানা যায়, টাইগারের প্রথম সিনেমাটি পরিচালনা করবেন সতীশ কৌশিক।আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এই খবর জানানো না হলেও বোঝা যাচ্ছে, ২০২৩ সালের জ🍸ানুয়ারি থেকে শুরু হয়ে যাবে সিনেমার শুটিং।

গত কয়েক বছর আগে দেহরক্ষী শেরার ছেলে টাইগারের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমান খান বলেন,  ‘‘বলিউডে আসার জন্য সম্পূর্ণভাবে তৈরি শেরার ছেলে। অনেক পরিচালক এবং প্রযোজকের সঙ্গে কথা 🐲হয়েছে। তবে শেরার মনে করে যে, আমিই সেরা বিচারক হতে পারি ওর ছেলের জন্য। স্ক্রিপ্ট নিয়ে কাজ চালাচ্ছি। বড় কিছু আসতে চলেছে।’’

টাইগারের আগেও বলিউডে কাজ করেছেন। কিন্তু ক🍌্যামেরার সামনে নয়। ক্যামেরার পেছনেღ। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।

 

 

Link copied!