দ্বাদশ জ🐬াতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অন্তর্গত কৈচাপুর🐻 ইউনিয়নে ভোট দিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা ও সাগর দম্পতি।
রবিবার (৭ জানুয়ারি মুঠোফোনে ‘সংবাদ প্রকাশ’কে এই তথ্য জানান সালমা। সালমা বলেন, ‘ ভোটের আগের দিনই ভোট দিতে আমার স্বামী জজ কোর্টের আইনজীবী সান♏াউল্লাহ নূরে সাগরকে নিয়ে কৈচাপুরে চলে এসেছি। আজ আনন্দমুখর ও শান্তিপূর্ণ 🐲পরিবেশে এখানে ভোট দিয়েছি। অনেকদিন পর ভোট কেন্দ্রে এতো সুন্দর পরিবেশ দেখলাম।’
২০১৮ সাল✅ের ৩১ ডিসেম্বর হালুয়াঘাটের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন সালমা। নূর সম্প্রতি ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন।
সালমা নিজেও আইন বিষয়ে পড়ছেন। ফলে স্বামীর প্রতি তার ভালোবাসাটাও অন্যরকম। সালমা-সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যা সাফিয়া নূর।
নতুন বছরকে উদ্꧃দেশ্য 🌞করে বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই লোকগানের শিল্পী।