• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাই পল্লবীর চমক, ১১ দিনে আয় ৩২৬ কোটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:০০ পিএম
সাই পল্লবীর চমক, ১১ দিনে আয় ৩২৬ কোটি
‘আমরণ’ সিনোমর পোস্টার, সাই পল্লবী। ছবি: সংগৃহীত

মাত্র ১১ দিন হলো মুক্তি পেয়েছে ✤দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আমরণ’। এরইমধ্যেই চমক দেখালেন সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। মুক্তির ১১ দিনে তার অভিনীত সিনেমা আয় করে ফেলেছে ৩২৬ কোটি টাকা। যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এ সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। 

গতജ ৩১ অক্টোবর তামিল ভাষার এ সিনেমা বিশ্বের ৬ হাজার ✅পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘আমরণ’ সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে🍒 ৩৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩১ কোটি রুপি, তৃতীয় দিনে ৩৭ কোটি রুপি, চতুর্থ দিনে ৩৩ কোটি রুপি, পঞ্চম দিনে ১৮.৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে ১২.৭৫ কোটি রুপি।

সপ্তম দিনে ৮.১৫ কোটি রুপি💟, অষ্টম দিনে ৮.৭ কোটি রুপি, নবম দিনে ১০ কোটি রুপি, দশম দিনে ১৬.৯ কোটি রুপি, এগারোতম দিনে ১৮ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে ২২৯.১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩২৬ কোটি ১৮ লাখ টাকার বেশি)।  

স্যাকনিল্কের তথ্য অন♈ুসারে, ‘আমরণ’ সিনেমা ১১ দিনে শুধু ভারতে আয় করেছে ১৫৭.৪ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫৯ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২১৬.৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩০৭ কোটি🔜 ৭০ লাখ টাকার বেশি)।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য ☂অনুসারে, প্রচারের খরচসহ ‘আমরণ’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৩০ কোটি রুপি। মুক্তির আগেই এটি আয় করে ৬৫ কোটি রুপি।

২০১৪ সালে কাশ্মীরের কাজীপাথারি গ্রামে অ🎃পারেশন পরিচালনা করে ভারত। এটি ‘কাজীপাথারি অপারেশ🔯ন’ নামে পরিচিত। এতে মেজর মুকুন্দ ভারদারাজনের বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে ‘আমরণ’ সিনেমা। এতে মেজরের চরিত্র রূপায়ন করেছেন শিবাকার্তিকেয়ান। তার স্ত্রী চরিত্র রূপায়ন করেছেন সাই পল্লবী।

তেলেগু ভাষার ‘থান্ডেল’, হিন্দি ভাষার ‘রামায়ণ’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ꧃ রয়েছে সাই পল্লবীর হাতে। ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্র রূপায়ন করছেন সাই পল্লবী। তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এ﷽সব সিনেমা ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!