অভিনেত্রী সাবিলা নূর ইতোমধ্যেই নিজের সাবলীল বাচনভঙ্গি ও অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। সংসার ও অভিনয় নিয়ে ব্যস্ততার পাশা𝓀পাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকেন সাবিলা। তবে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাতে ক্যানোলা লাগানো একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি।
এক ফেসবুক পোস্টে সাবিলা লিখেছেন, ‘আমাকে কিছুক্ষনের জন্য আপনার হৃদয়ে রাখুন। তবে অসুস্থ অব🥃স্থায় বর্তমানে হাসপাতালে নাকি নিজ বাসাতেই অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানাননি এই তারকা।’
এদিকে সেই পোস্টেই একজন 🎉মন্তব্য করেন লেখেন, ‘চিন্তা করবেন না। সুস্থ হয়ে উঠবেন। এটা ব্যাংককের প্রভাব༒। এ ধরণের মন্তব্যে বা কটাক্ষের কারণে পাল্টা জবাব দিয়েছেন সাবিলা।
মন্তব্যে𒈔র জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?’