আজ বিশ্ব মা দিবস। মাকে ভালোবাসার জন্য বিশেষ মুহূর্তের প্রয়োজন না থাকলেও সম্মান জানানোর🌊 জন্য বছরের এই দিন বেছে নেওয়া হয়। মা দিবসে মাকে নিয়ে ভালোবাসা প্রকাশ করে 🍰মায়ের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন অনেক তারকারা।
দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। মা দিবস উপলক্ষে তার ফেসবুকে বেশ কিছু ছব🔴ি পোস্ট করেছেন তিনি।
ছবি পোস্ট করে অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘মায়ের সাথে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা তোলা হয় আমি যখন ক্লাস সেভেনে পড়ি। সে সময় সবাই আম🐓াদের দুজনকে দেখে বলতো তোমরা কি দুজন বোন?’
সময়ের সঙ্গে বয়স বাড়ছে রুনার মায়ের। কিন্তু তা মানতে নারাজ রুনা। তার মতে— ‘আমি বুড়া হয়ে গেলাম, মা এখনো তরুণী। বয়সের সাথে সাথে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন-উদার-অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাকো, এমনই সুন্দর থাকো, ভালোꦇবাসা।’