অবশেষে শুভ দিনটা এসেই গেল! ৩০ সেপ্টেম্বর, বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা আলী ফজল ও তার দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী রিচা চাড্ডা। এই জুটির ✱পাঁচ ꦬদিনব্যাপী বিয়ের উৎসব শুরু হয়ে গেছে দিল্লিতে। বর-কনের পোশাক থেকে শুরু করে সবকিছুতেই রাজকীয়তার ছোঁয়া।
বলিউডের নায়ক-নায়িকা হলেও কিছু কিছু ক্ষেত্রে রিচা চাড্ডা-আলী ফজল বলিউড তারকাদের চাইতে একেবারেই আলাদা। অন্যান্য তার🦩কারা বিয়ে নিয়ে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখলেও এই জুটি তা করেননি। ২৯ সেপ্টেম্বর হয়ে গেছে রিচা-ফজলের মেহেদী অনুষ্🏅ঠান। ইতোমধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতার প্রথম ছবি ভক্তদের সাথে শেয়ারও করেছেন তারা। কিছুদিন আগে এই জুটি জানিয়েছিলেন, তাদের বিয়েতে অতিথিদের মোবাইল ফোন ব্যবহারেও কোনো বাধা নেই।
ইনস্টাগ্রামে নিজের একাউন্ট থেকে বিয়ে-পর্বের প্রথম ছবি ꦆশেয়ার করে রিচা লেখেন, "হ্যাশট্যাগ রিআলি। মোহাব্বাত মুবারক।"
ছবিতে রিচাকে দেখা গেছে ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রর নকশা করা গোলাপি-পিচরঙা, জমকালো লেহেঙ্গায়। লেহেঙ্গার ওপরের অংশে পাতার মোটিফ এবং সাথে মিলিয়ে গলার একেবারেই হালকা গয়না পরেছিলেন রিচা। আর আল💜ী ফজলের পরনে ছিল আবু জানি সন্দ্বীপ খোসলার নকশা করা আংরাখা ধরনের পোশাক; সঙ্গীনিকে জ🅷ড়িয়ে ধরে হাসছেন তিনি।
অতিথি আপ্যায়নের জন্য তারকা জুটি বেছে নিয়েছেন মুম্বাইয়ের `গ্রেট ইস্টার্ন হোম`। দিল্লি-জয়পুর হ🔜াইওয়ের কাছে একটি ১১০ বছরের পুরনো প্রাসাদ, যা দেশের সবচেয়ে পুরনো ক্লাব হিসা👍বেও পরিচিত, সেটি প্রস্তুত রয়েছে রিচা-ফজলের বিয়ের আয়োজনের জন্য। জানা গেছে, বিয়ের আগের অনুষ্ঠানের জন্য রাজস্থান থেকে বিশেষ ধরনের গয়না আনিয়েছেন রিচা।
২০১২-তে `ফুকরে` সিনেমার সেটে প্রথম দেখা দ🤡ুজনের, আর♛ প্রথম দেখাতেই প্রেম। প্রায় সাত বছর প্রেমপর্ব চালিয়ে ২০১৯ সালে রিচাকে বিয়ের প্রস্তাব দেন `মির্জাপুর` অভিনেতা। ২০২০ সালেই বিয়ের কথা ছিল তাদের। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সবকিছুই স্থগিত হয়ে যায় তখন।
প্রায় দুই বছর পর আবারও ছন্দে ফিরেছে জীবন। ত♊াই আর দেরি করতে রাজি ছিলেন না দুজনেই। আপাဣতত এই জুটির মূল বিয়ের ছবি দেখার জন্য উদগ্রীব ভক্তরা।
সূত্র: ইন্ডিয়া টুডে