• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদের ইত্যাদিতে রিচি সোলায়মান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০১:৪৬ পিএম
ঈদের ইত্যাদিতে রিচি সোলায়মান

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান হানিফ সংকেত পরিচালিত ‘🀅ইত্যাদি’। দশকের পর দশক ধরে দর্শকনন্দিত এ অনুষ্ঠান। ঈদের ‘ইত্যাদি’ মানে দর্শকদের জন্য ভিন্ন কিছু পাওয়া। এবারের ঈদে এই ‘ইত্যাদি’তে দেখা যাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানকে। গণমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে এ তারকার উপস্থিতি থাকবে।

ইত্যাদির বিভিন্ন মজার পর্ব🐟ের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি পর্বের এ অনুষ্ঠানে গুরুত্ব পায় এ মিউজিক্যাল ড্রামা। এমন একটি বিশেষ মিউজিক্যাল ড্রামাতেই দর্শকদের সামনে আসছেন রিচি।

এবারের ঈদের ইত্যাদিতে মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে এ রকম তিনটি ভিন্ন ভিন༒্ন বিষয় নিয়ে তিনটি ভিন্ন ��ভিন্ন পর্ব। এতে রিচি সোলায়মান ছাড়াও অভিনয় করেছেন প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রাশেদ মামুন অপু, রিমু রোজা খন্দকার, কাইফ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
 

Link copied!