প্রায়ই খবরের শিরোনামে থাকেন ভারতীয় আলোচিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বছরজুড়ে বিভিন্ন রকম কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকেন তিনি। তবে বছরের শেষটা ভালো যাꦍচ্ছে না বলিউডের এই অভিনেত্রীর। গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন তিনি। তাই নিজেকে বাঁচাতে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন রাখি।
এক প্রতিব🍸েদনে জানানো হয়েছে, হেনস্তা ও মানহানির অভিযোগ এনে রাখির বিরুদ্ধে থানায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করেছেন এক মডেল। সেই অভিযোগ খারিজ করতে এবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন রাখি। রাখির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭(এ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্ꦓগে রাখি জানান, প্রতিশোধ নিতে ও সফল ক্যারিয়ার নষ্ট করতেই নাকি তꦺার বিরুদ্ধে এফআইআর করেছেন ওই মডেল।
সংবাদমাধ্যমটি আরও জানায়, এ🤡কাধিক ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ করেছেন তার সাবেক স্বামী আদিল। যে অভিযোগে যেকোনো সময় গ্রেপ্তার 🏅হতে পারেন তিনি।
এদিকে ‘গ্যাংস্টার’ নামের এক⭕টি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্ত ও বাংলাদেশের আলোচিত-সমালোচিত কন্টেন ক্রিয়েটর হিরো আলম। আরাভ খানের প্রযোজনায় সিনেমাটি 💃মুক্তি পাবে বলে জানান হিরো আলম।