রাজ ভক্তদের জন্য সুখবর। চমক দিয়ে শুরু হয়েছে রাজের নতুন বছর। ১০ বছর পরে আবীর চট্টোপাধ্যায়-শুভশ✨্রীকে জুটি বানিয়ে নতুন সিনেম শুরু করতে যাচ্ছেন তিনি। নতুন বছরে সেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন টালিউডের আলোচিত নির্মাতা রাজ চক্রবর্তী।
প্রযোজক-পরিচালক বুদ্ধদেব গু🌳হ-র উপন্যাস নিয়ে এই সিনেমা তৈরি হতে চলেছে। সিনেমার পটভূমিকায় মণিপুর, উত্তরবঙ্গ।
গত বছর নতুন এই বাংলা ছবির কথা অবশ্য অনেকটাই জানিয়েছিলেন রাজ। তার 𝔍কলেজবেলার স্বপ্ন, প্রিয় উপন্যജাসিকের গল্প নিয়ে ছবি করবেন। অনেক খড়কুটো পোড়ানোর পরে সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে। তিনি তার পছন্দের গল্পের স্বত্ব পেয়েছেন। এই জানুয়ারিতে ছবির শুট শুরু করতে চলেছেন রাজ।
নির্মাতা এও জানিয়েছিলেন, মণিপুর, নাগাল্যান্ড, দিল্লি, কলকাতা মিলিয়ে শুট হবে। অর্থাৎ, পুরোটাই আউটডোর শুটিং। সেই জায়গা থেকে তাঁর দাবি, সবাই বলেন, বাংলা ছোট ছবি বানায়। হয় ঘরের মধ্যে শুটিং হয়। নয়তো কলকাতার আশপাশে। তিনি সেই ধারণা বদলাতে চলেছেন। এবং ছবিটি তারকাখচিত। রাজের ‘ড্রিম প্রজেক্ট’।