• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সোনায় মোড়া প্রাচ্য-পাশ্চাত্যের সাজে রিসেপশনে রাধিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০২:৫৯ পিএম
সোনায় মোড়া প্রাচ্য-পাশ্চাত্যের সাজে রিসেপশনে রাধিকা
প্রাচ্য-পাশ্চাত্যের মিশেলে সোনালি পোশাকে রাধিকা। ছবি: সংগৃহীত

ভারতীয় ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাতপাকে ব🀅াঁধা পড়েছেন গত শুক্রবার (১২ জুলাই)।  

মহা ধুমধামের মাঝে এশিয়ার সবচেয়ে ধনী পরিবারের ছোট বউমা হয়েছেন ২৯ বছরের রাধিকা মার্চেন্ট। রোববার ( ১৪ জুলাই) রাতে আম্বানি পরিবার আয়োজন করেছে নতুন বউয়ের সংবর্ধনা অনুষ্ঠান। রাধিকা এদিন পরেছিলেন প্রাচ্য-পাশ্চাত্ꦕযের মিশেলে সোনালি পোশাক।

অনামিকা খান্নার একটি স্বতন্ত্র শাড়ি-সিলুয়েট পোশাক বেছে নিয়েছিলেন রাধিকা। সেই শাড়ির সঙ্গে ব্লাউজ নয়, রাধিকা পরলেন একটি সোনার করসেট। যা ইতালীয় ডিজাইনার ডলস এবং গাব্বানার ২০২৪ আলতা মোডা সারদেগনা কালেক﷽শনের মাস্টারপিস। রাধিকার এই সাহসী ফ্যাশন মুগ্ধ করেছে সবাইকে।

রাধিকার দেখা মিলেছে খোলা চুলে। নতুন বউয়ের সাজে সিঁদুর বা মঙ্গলসূত্রের ঝলক দেখা যায়নি। ন্যুড ম🎶েকআপে নিজেকে মেলে ধরেছেন✃ রাধিকা। সাথে স্মোকি আইজ। ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিসের সঙ্গে ঝোলানো দুল তার সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

অনন্ত আম্বানি ও রাধিকা আম্বানির বিয়ে হয়েছে ১২ জুলাই। দ🌳ীর্ঘ উদযাপনের গতকাল ছিল শেষ দিন। তারকা সমাগম ছিল তাদের রিসেপশন পার্টিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!