বলিউড মাতিয়ে হলিউডে কাজ করছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। চরিত্রের প্রয়োজনে ছবিতে অসংখ্য অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। খেয়েছেন চুমুও। কিন্তু এক বলিউড অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেননি। তথাকথিত নায়কের চেহারা নেই, তাই নাকি পর্দায় চুম্বন করতে রাজি হননি🗹 এ নায়িকা।
আনন্দবাজার সূত্রে জানা যায়, ‘সাত খুন মাফ’ ছবিতে একাধিক অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন বলি অভিনেত্রী প্রি𝓀য়াংকা। কি꧒ন্তু তাদের মধ্যে এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করেননি। সেই অভিনেতা হলেন অন্নু কাপুর।
এর আগে ২০১১ সালের এক সাক্ষাৎকারে অন্নু কাপুর দাবি করে꧑ছিলেন, এক ঘনিষ্ঠ দৃশ্যে তাকে চুম্বন করতে রাজি হননি প্রিয়াংকা। এই দৃশ্য নিয়ে নাকি বেশ অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী। যা🐓 প্রিয়াংকা জানিয়েছিলেন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজকেও। অন্নু আরও দাবি করেছিলেন, তিনি তথাকথিত নায়ক নন বলেই তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেননি প্রিয়াংকা।
অন্নু বলেছিলেন, ‘আমি নায়ক হলে আমাকে চুম্বন করতে প্রিয়াংকার কোনো সমস্যা হতো না। তথাকথিত নায়কদের সঙ্♑গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে ওর তো কোনো সমস্যা হয় না। আমার মুখটা তো সুন্দর নয়! আমার ব্যক্তিত্বও ভালো নয়। তাই এ সমস্যা হয়েছিল।’
অন্নু কাপুরের এই মন্তব্যে চটেছিলেন প্রিয়াংকা চোপড়া। এক সাক্ষাৎকারে🔜 অভিনেত্রী জানিয়েছিলেন, এ মন্তব্য শুনে তিনি খুবই বিরক্ত হয়েছেন। প্রিয়াংকা বলেছিলেন, ‘তিনি (অন্নু) যদি তেমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান অথবা এসব নীচ মন্তব্য করতে চান, তিনি সেই ধরনেরই ছবিতে কাজ করতে পারেন। আমাদের ছবিতে ওই ধরনের কোনো দৃশ্যই ছিল না।
২০১১ সালে ম💖ুক্তি পেয়েছিল ‘সাত খুন মাফ’। এ ছবিতে অন্নু কাপুর ও প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছিলেন নীল নীতিন মুকেশ, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ, ভিভান শাহ প্রমুখ।