ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির নানা শামসুল হক গাজী নিজ এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। পরীকে ছোটবেলা থেকে নিজ হাতে বড় করেছেন তিনি। অভিনেত্রীর একমাত্র অভিভাবক ছিলেনই তার নানা। সেই নানাকে হারিয়ে মৃত্যুশোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না পরীম🎃নি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) নানার কবরের কয়েক🧜টি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন পরীমনি। ছবির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘‘এর আগে যত বার নানু বাড়ি গিয়েছি, নিদিষ্ট তারিখেই ঢাꦆকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলতো, থাকা হয়নি।’
অভিনেত্রী আরও লেখেন, ‘‘আর এখন মনে হচ্ছꦬে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না।’’
ছেলেকে নিয়ে পরী লেখেন, ‘‘আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করেছিলো। বড়আব্বু বলে ডাকতে শিখেছি📖লো। এখন যদি কেউ ওকে বলে ‘তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সাথে সাথে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফু দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কত বার যে বললো ‘আব্বুটা বাই আব্বুটা ব🌟াই’’
এর আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরীমনির নানা শামসুল হক গাজী। পিরোজপুরের মঠবিাড়িয়ায় ⛦তাকে দাফন করা হয়েছে।