• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারা গেলেন জনপ্রিয় আর্জেন্টাইন অভিনেত্রী জ্যাকুলিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০২:৫০ পিএম
মারা গেলেন জনপ্রিয় আর্জেন্টাইন অভিনেত্রী জ্যাকুলিন
অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি। ছবি: সংগৃহীত

প্লাস্টিক সার্জারির কারণে মারা গেলেন আর্জেন্টিনার সাবেক বিউটি কুইন এবং জনপ্রিয় অভিনেতꦕ্রী জ্যাকুলিন ♏ক্যারিরি। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

শুক্রবার (৬ অ🧸ক্টোবর) সংবাদমাধ্যম আউটলুকের এক প্রতিবেদনে জানানꦉো হয়েছে, চিকিৎসাপ্রক্রিয়া চলাকালীন রক্ত জমাট বাঁধায় জটিলতা দেখা দেয় জ্যাকুলিনের। যা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনে। জ্যাকুলিনের মৃত্যুর সময় তার পাশে সন্তান ক্লো এবং জুলিয়ান ছিলেন।

এদিকে জ্যাকুলিনের মৃত্যুর খবরে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখা হয়েছে, আজ আমরা আমাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃখের খবর জানাচ🌊্ছি যে―জ্যাকুলিন ক্যারিরি মা༒রা গেছেন। যিনি ১৯৯৬ সালে পুন্টাদেল আগুয়া জেলার কুইন এবং ডিপার্টমেন্টাল রাজপ্রতিনিধি ছিলেন। এই কঠিন মুহূর্তে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।

আর্জেন্টিনার অভিনেত্রী জ্যাকুলিন তার জেলার বিউটি কুইন মুকুট পেয়েছিলেন এবং ১৯৯৬ সালে আর্জেন্টিনার সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙুর ফসলের উৎ🐼সবে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ নির্বাচিত হয়েছিলেন।

Link copied!