ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। সিনেমা থেকে বিভিন্ন কাজে আলোচনাতে থাকেন তিনি। তবে, জায়েদ খানের ভক෴্তও কম নেই। যেমন, ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী নায়ক জায়েদ খানের বড় ভক্ত।
বাস্তবে নায়িকা পূজা চেরী ꧃কতটা জায়েদ ভক্ত, তা জানা না গেলেও পর্দায় তাকে এমন চরিত্রেই দেখা যাবে। সিনেমাটির নাম ‘লিপস্টিক’। কামরুজ্জামান রুমান পরিচালিত সিনেমাটি জায়েদ ভক্ত এক নারীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে﷽। রবিবার (১৭ সেপ্টেম্বর) এই সিনেমার শুটিং শুরুর আগে লোকেশন থেকেই জায়েদ খান কথা বললেন সংবাদকর্মীদের সঙ্গে।
সিনেমাটি প্রসঙ্গে জায়েদ খা🏅ন বলেন, ‘‘এই সিনেমার গল্পটা আমাকে কেন্দ্র করে আবর্তিত, এই জিনিসটা আমাকে খুব আবেগাপ্লুত করেছে। সব সিনেমায় তো নায়ক হিসেবেই কাজ করি। কিন্তু এটা ব্যতিক্রম। এই সিনেমায় আমাকে সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে, চরিত্রটি নিয়ে আমি সত্যিই খুব এক্সাইটেড।’’
সিনামার অভিনেত্রী প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘‘পূজা চেরী আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগা🧸র মতো বিষয়।’’
‘লিপস্টিক’ এ জায়েদ খান ও পূজা চেরী ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগ𒁏র, আদর আজাদ প্রমুখ।