• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সংসদ নির্বাচন করবেন সংগীতশিল্পী নকুল কুমার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১০:১৪ এএম
নকুল কুমার বিশ্বাস। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস বরাবরই তার জীবনমুখী গান দিয়ে  দেশ ও সমাজের বিভিন্ন অনিয়ম অনাচার তুলে ধরেন। এবার জ🐈াতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। বিষয়টি সা🉐মাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

এক ফেসবুক পোস্টে নকুল কুমার বলেন, “আমি বরিশাল-২ আসন থেকে আগামী নির্ব💞াচন করতে𒁏 চাই। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছি। মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনছি।”

এ সময় নিজের ইচ্ছার কথা নকুল কুমার প্রকাশ করেছেন একটি দীর্ঘ কবিতার মাধ্যমে। তুলে ধরেছেন নিজের বংশ পরিচয়। পাশাপাশি প্রশ্ন রেখেছেন, কোনো রাজনৈতিক ট🍰িকিটে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন?

নকুল কুমার তার কবিতায় জানিয়েছেন,

“নির্বাচনী প্রচারণা শুরু

স্বতন্ত্র প্রার্♏থী হব নাকি কোনো 🌠দলীয় প্রতীক নেব? নাকি ও পথে হাঁটবই না।

কমেন্ট করে জানাবেন প্লিজ।

ছোট্টবেলায় শুনেছিলাম বাবা-দাদার কাছে

উজিরপুরে আমার বংশের বড় অংশ আছে।

বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন

অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন।

আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার

এমন সৎ নীতিবান নেতা জন্ম নেবে আর?

তার জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির

বললাম যেথায় থাকো সুখে থেকো কর্মবীর

মোটরসাইকেল যোগে আমায় রিপন আর সৈকত।

সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ

আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে

শুটিং করব দেশপ্রেমের গান শিল্পীরা মিলে

শুটিং করতে গিয়েই ঘটল এমন অঘটন

সবার দাবি করতেই হবে এবার নির্বাচন।

এমপি হরনাথের উত্তরসূরী আমি তাই

সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই।

যদি হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে

আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে।

হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম

মুসলিম সমাজ আপনাকে কি ভালোবাসে কম?

আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ।

পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?

তারই প্রতিফলন দেখব ভোটের খাতাতে

দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে

হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক

জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।

জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত

বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?

আমি বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি তাই

আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।”


নকুলের ভাষ্য, বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। এরই মধ্যে শুরু করে দিয়েছেন প💛্রচারণা। মানুষের কাছে যাচ্ছেন তিনি। যদিও তিনি কোন দলের প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত করেননি। তবে তিনি জানিয়েছেন, তার পূর্বসূরি হরনাথ বাইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি) ছিলেন।

Link copied!