• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শুক্রবার ঢাকা মাতাবে পাকিস্তানের ব্যান্ডদল ‘জল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:১২ পিএম
শুক্রবার ঢাকা মাতাবে পাকিস্তানের ব্যান্ডদল ‘জল’
পাকিস্তানের ব্যান্ডদল ‘জল’ ছবি: সংগৃহীত

‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে ঢাকা মাতাবಌে পাকিস্তানের সাড়া জাগানো ব্যান্ডদল ‘জল’ (ওয়াটার)। শুক্রবার  (২৭ সেপ্টেম্বর) কনসার্টে ‘জল’ ছাড়াও পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে স্বদেশ প্রপার্ℱটিজ এর অভ্যন্তরে ঢাকা এরিনায় অনুষ্ঠিতব্য এ কনসাটের প্রস্তুত🐻ি সম্পন্ন হয়েছে।

‘লেজেন্ডস অফ দ্য ডেকে💦ড’ কনসার্টের মধ্য দিয়ে ১ যুগ পর ঢাকায় গাইতে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘জল’। এদিন ব্যান্ডটি তাদের প্রথম প্রকাশিত অ্যালবার ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উদ্যাপন করবে🦩।

 এর আগে ২০১২ সালে সর্বশেষ ওপেন এয়া🌊র কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ড ‘🥃জল’।

কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ ൲রুটওভার এক্সপিরিয়েন্স। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ও সহজ এর ওয়েবসাইট এবং ফুডপান্ডা অ্যাপে।

কনসার্ট নিয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘কনসার্টের নামের সাথে তাল মিলিয়েই আমরা লাইনআপ করেছি। ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেভেলের লেজেন্ডারি বꦛ্যান্ডগুলো এক স্টেজে পারফর্ম করবে। আশা করি দর্শকদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। সবাই কনসার্টটি উপভোগ করবে।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!