• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুছে ফেলা হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আপত্তিকর পর্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:০৪ এএম
মুছে ফেলা হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আপত্তিকর পর্ব

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ বর্তমানে তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। কাজল আরেফিন অমি নির্মিত এ নাটকটি ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রচ🐼ার হয়। বর্তমানে নাটকটির চতুর্থ সিজন চলছে।

সম্প্রতি প্রচারিত এ নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সামাজিক🅘 যোগাযোগমাধ্যমে জোর সমালোচনা শুরু হয়। এসব সংলাপকে ‘নোংরা’ বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

সমালোচনꦛা ও আপত্তির মুখে সেসব পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল ঘুরে দ𓃲েখা যায়- চতুর্থ সিজনের ৭৪, ৭৫ ও ৭৬তম পর্ব মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ধ্রুব টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দর্শকদের প্রতি সম্মান রেখে এ পোস্টে বলা হয়েছে— “ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্মানিত দর🧔্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি।”

পরবর্তী♌তে নাটক প্রচারের বিষয়ে আরও সজাগ থাকার প্রতিশ্রুতি দিয়ে এ পোস্টে বলা হয়েছে, “ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হবো; যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া। এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

নাটকটির অন্ไযতম প্রধান চরিত্র পাশা। এটি রূপায়ন করেছেন মার🦹জুক রাসেল। সম্প্রতি প্রচারিত পর্বে তাকে একটি সংলাপে বলতে শোনা যায়- “এই যৌনকর্মীর ছেলে।”

মূলত, এই সংলাপ নিয়🐽ে শুরুতে আপত্তি জানান নেটিজেনদের কেউ কেউ। তারপর পুরো নাটকে বিভিন্ন সংলাপে ব্যবহৃত গালি সামনে নিয়ে আসেন নেটিজেনরা। এসব অশ্লীল সংলাপ সমাজে বিরূপ প্রভাব ফেলছে— এই অভিযোগ করে ন❀াটকটি বয়কটের ডাক দেন তারা। আর তাতে নেটিজেনদের বড় একটি অংশ সহমত পোষণ করেন।


ব্যাচেলর পয়েন্ট নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু প্রমুখ।
 

Link copied!