• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন নেহা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৪:২৩ পিএম
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন নেহা

চলতি মাসের শুরুতে গুঞ্জন উঠেছিল জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কের ফাটল ধরা নিয়ে। তবে এবার সেই গুঞ্জন উড়িয়ে দিলেন নেহা নিজেই। সামাজিকমাধ্যমে স্বামী রোহানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন নেহা। এর প্রতিটি ছবিতেই ধরা পড়েছে তাদ♍ের রসায়ন।

ক্যাপশনে এই গায়িকা লেখেন, ‘স্ℱবামী রোহনে সঙ্গে অন্যতম সেরা ছুটꦑি কাটিয়ে শহরে ফিরলাম।’ পোস্টের কমেন্ট বক্সে চোখ রাখতেই দেখা গেছে অনুরাগীদের সব মজার মন্তব্য। নেহা ও রোহনের সম্পর্ক যে ঠিকঠাক রয়েছে, সেটা দেখে খুশি ভক্তরা।  

বিয়ের পর থেকেই স൩্বামীর প্রতি ভালোবাসা উজাড় করা লেখা, ছবি শেয়ার করেন নেহা। সব উদযাপন, ছুটি কাটানোর সময়ে পাশাপাশি দেখা যেত এই যুগলকে। তবে ছন্দপতন হয়েছিল এবছরের জন্মদিনে।

গেল ৬ জুন ছিল নেহা কাক্কারের জন্মদিন। এদিন জীবনের ৩৫তম বছরে পা রেখেছেন এই গায়িকা। দিনটি তিনি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন। বিপরীতে তার ভক্তরা খেয়াল করেন, নেহাকে জন্মদ🎶িনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এই পোস্টকে ঘিরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল।  

২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টꦛেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা। এ সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা। এরপর ক🥃রোনাকালে জীবনের নতুন সঙ্গীকে খুঁজে পান নেহা।

‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়ে𝔍কদিনের প্রেমের পরই ২০𝔍২০ সালে বিয়ে করেন তারা।  

Link copied!