ভিকি জাহেদের দর্শকপ্রিয় নাটক ‘পুনর্জন্ম’। ▨ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সব শ্রেণীর দর্শকের মন জয় করেছে। নাটকটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এর প্রথম কিস্তি প্রচারের পর দর্শক নাটকটির পরবর্তী অংশ আনার দাবি রাখে। এরপর আসে ‘পুনর্জন্ম ২’। যার রেশ ধরে আসে পুনর্জন্ম নাটকটির অন্তিম পর্ব। যা প্রকাশের পর দর্শক মহলে তুমুল সাড়া ফেলেছে।
শুক্রবার (৩০ জুন) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ভিকি জাহেদের জনপ্রিয় এই নাটকটির অন্তিম পর্ব প্রকাশিত হয় চ্যানেল আই প্রাইমে🦂র ইউটিউবে! স্ট্রিমিং হওয়ার সময় একসঙ্গে এক লাখের বেশী দর্শক দেখেন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর বিশেষ এই নাটক। সিক্যুয়ালে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সবশ্রেণীর দর্শকের মন জয় করে।
ইউটিউব♛ে প্রকাশের ১২ ঘণ্টার মধ্যে নাটকটি দেখা হয়েছে প্রায় ১৫ লাখ বার। দেশী কন্টেন্টে ইউটিউব ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে জায়গা করে ℱনিয়েছে নাটকটি।
২০২১ সা𒈔লের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম🌃’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়, যার ধারাবাহিকতায় তৈরি হয় পরবর্তি সিক্যুয়ালগুলো।