বনানী কবরস্থানে শায়িত হলেন গুণী সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। তার মৃত্যুতে শুধু সংগীত জগৎই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। তাকেও সমাহিত করা হয়েছে বনানী কবরস্থানে। মঙ্গলবার (৩০ জুলাই) বাদ আসর জুয়েলের জানাজা সম্পন্ন 🦄হয়েছে গুলশানের আজাদ মসজিদে। পরে সন্ধ্যার পর বনানী কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন জুয়েল। গত ২৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
শেষ দুই দিন অবস্থার উন্ন⭕তির কথাই জানাচ্ছিলে♉ন চিকিৎসকরা। কিন্তু মঙ্গলবার দুপুরে এলো দুঃসংবাদ।
নব্বইয়ের দশকে ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা-বাবার অনুপ্রেরণাতেই✱ গ🍃ানের জগতে পা রাখেন জুয়েল।
জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। ১০টির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবা🐻মটি।