• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মা হলেন অভিনেত্রী লিন্ডসে লোহান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৬:৫১ পিএম
মা হলেন অভিনেত্রী লিন্ডসে লোহান

মা হয়েছেন মার্কিন অভিনেত্রী ও সংগীতশিꦚল্পী লিন্ডসে লোহান। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। লিন্ডসে লোহানের মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

সোমবার (১৭ জুলাই) লিন্ডসেꦍ লোহানের মুখপাত্র থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে— ‘এ দম্পতির পরিবার ভালোবাসার চাঁদের আলোয় ভাসছে।’

পেজ সিক্স ডটকম জানিয়েছে, বাদের শাম্মাস ও লিন্ডসে লোহান দুবাইয়ে বসবাস করনে। সেখানে পဣুত্রসন্তানের জন্ম দিয়েছেন লিন্ডসে লোহান। তবে লিন্ডসে লোহানের সন্তানের জন্ম তারিখ এখনো প্রকাশ করেনি।

এর আগে মা হওয়ার খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছিলেন এই অভিনেত্রী।‘দ্য মিন গার্লস’ তারকা ইনস্টাগ্রাম পোস্টে একটি নবজাতকের পোশাকের ছবি শেয়ার করে লিখেছিল💖েন♕ ‘কামিং সুন…।’ পোস্টটির ক্যাপশনে লেখা ‘আমরা সৌভাগ্যবান ও আনন্দিত।’

২০২০ সালে দুবাইয়ের এক মিউজিক ফেস্টিভ্যালে প্রথমব൩ারের মতো একসঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন লিন্ডসে লোহান ও বাদের শাম্মাস। এরপর এই জুটির প্রেমের🃏 খবর ছড়িয়ে পড়ে। ২০২১ সালে তারা বাগদানের ঘোষণা দেন। ২০২২-এ তাদের বিয়ে হয়।

Link copied!