শুক্রবার (১৯ জানুয়ারি) দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘হুব্বা’। মুক্তির মাত্র একদিন আগে বৃহস্পতিবার যমুনা ব্লকবাস্টারে ছিলো ছবির প্রিমিয়ার শো।
যেখানে ভারতীয় নির্মাতা ব্রাত্য বসু, অভিনেতা মোশাররফ করিম ব্রাত্য বসু, গণমাধ্যমকর্মী থেকে শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখদেরও দেখা গেছে।
এদিন সন্ধ্যায় ‘হুব্বা’ দেখতে যমুনা ব্লকবাস্টারে উপস্থিত হন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ছবি দেখতে যাওয়ার আগে এই দুই তারকা মুখোমুখি হ💫ন সংবাদকর্মীদের। ‘হুব্বা’র জন্য শুভ কামনা জানান তারা। সেই সঙ্গে অভিনেতা মোশাররফ করিমের ভূয়সি প্রশংসা করেন। অভিনয়ের যে ভক্ত, সেটাও আড়াল করেননি এই দুই তারকা।
অভিনেত্রী বর্ষা বলেন, মোশাররফ করিম তুমুল জন🌠প্রিয় একজন অভিনেতা। দেশে বিদেশে তার অসংখ্য ভক্ত অনুরাগী আছেন। আমরাও তার ভীষণ ভক্ত। দু’দিন আগেই আমি আর অনন্ত জলিল তার একটি নাটক দেখতে দেখতে কথা বলছিলাম। আর এসব কারণে চাই, হুব্বা ছবিটি যে সুপারডুপার হিট হয়।
অনন্ত জলিল বলেন, আমরা সব🐲 সময়ই বাংলা ছবির পক্ষে। বাংলা ছবি ভালো চলুক, দর্শকপ্রিয়তা পাক। বাংলাদেশের ছবি ভালো চললেই 𝓰চলচ্চিত্র সংশ্লিষ্টরা যারা আছেন, সবাই কাজ করতে পারবেন; এবং চলচ্চিত্র বেঁচে থাকবে। তাই আমরা চাই ‘হুব্বা’ ছবিটিও যেন দেশ-বিদেশে খুব ভালো চলে।
জলিল এসময় আরো বলেন, ‘হুব্বা’ ছবিতে যিনꦗি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সেই মোশাররফ ভাই আমাদের খুব প্রিয় একজন মানুষ। উনার অভিনয়ের ব্যাপারে কিছু না বলাই ঠিক হবে আমার। কারণ উনি এতোই ভালো অভিনেতা, এটা না বললেও হবে। উনাকে বাংল💖াদেশের বিখ্যাত অভিনেতা বলা যেতে পারে। তার ছবি সবাই মিলে দেখবে, এটাই আশা রাখি।
সারাদেশের ৬৩টি সিনেমা হলে দেখা যাবে এই ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। এর আগে মন্ত্রণালয় থেকে সিনেমাটি মুক্তির অনুমতি মিলে𒆙ছে বলে জানিয়েছিল তাঁরা।