দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পথ চলা শুরু হলেও সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জিতেছেন দর্শকদের মন। ঢালিউডের সঙ্গে ওপার বাংলার টালিউডের বেশ সুনাম রয়েছে তার। গল্পের প্রয়োজনে নিজেকে ভাঙতে পছন্দ করেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। এবার টালিউডের ‘মানুষ’ সিনেমায় অপরাধীকে ধরতে পুলিশের𓄧 চরিত্রে পর্দায় আসছেন মিম।
রোববার(১𒅌৯ নভেম্বর)সামাজিক যোগাযোগমাধ্যম ‘মানুষ’ সিনেমায় নিজের চরিত্র মন্দিরাকে সামনে আনলেন মিম। এরপরই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। পুলিশের পোশাক পরা ছবি ফেসবুকে পো𓂃স্ট করে ক্যাপশনে মিম লেখেন, মুক্তিপ্রতিক্ষিত ‘মানুষ’-এর এক ঝলক। চরিত্র মন্দিরা।
মিমের এমন লুক দেখে সন্তুষ্ট তার অনুরাগীরা। মন্তব্যের ঘরে তারা শুভকামনা জানিয়েছেন অভিনেত্রীকে। এর আগেও দেশের প্🤪রথম সাইবা♛র ক্রাইম থ্রিলার সিনেমা অন্তর্জালে পুলিশের বিশেষ ইউনিটের চরিত্রে দেখা গেছিল তাকে। সেসময়ও দর্শকের কাছে বেশ প্রশংসিত হয় তার চরিত্র।
আগামী ২৪ 🌜নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘মানুষ’, যেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। সিনেমায় জিতের সঙ্গে পর্দা ভাগ করেছেন মিম।
এদিকে স♐িনেমাটি পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে, সিনেমার প্রচারে জিৎ কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।