এক দশক ধরে বলিউডে কাজ🌱 করছেন আমায়রা দস্তুর। তবে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও হাতে গুনে বিশটি ছবিতেও অভিনয় করতে দেখা যায়নি তাকে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘তারকাসন্তান ছাড়া বহিরাগত এবং নবাগতদের কোনো রকম সুরক্ষা দেওয়া হয় না’ বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।
অমায়রা বলেন, ‘‘প্রথম ছবি যদি কোনও কারণে ফ্লপ হয়ে যায়, তা হলে দ্বিতীয় ছবিﷺর জন্য কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এমনকি, ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিক সম্পর্কেও নবাগতদের সতর্ক করা হয় না।’’
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্༺রিতে যে স্বজনপোষণের যথেষ্ট প্রভাব রয়েছে তা জানিয়ে তিনি বলেন, ‘‘কারও পদবি চেনা পরিচিত হলে হিন্দি ফিল্মজগতে কাজ পাওয়ার সুবিধা রয়েছে। প্রথম ছবি পেতেও অসুবিধা হয় না।’ღ’
তারকাসন্তানরা কোনো কোনো সময় অডিশনও দেন না বলে দাবি করে এই অভিনেত্রী আরও বলেন, ‘‘বাইরে থেকে যারা বলিউডে কাজ করতে আসেন, তারা বেশি সম্মা🌟ন পাওয়ার𒀰 যোগ্য। কারণ নিজের ক্ষমতায় তারা ইন্ডাস্ট্রিতে দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছেন।’’
সম্প্রতি দুবাইয়ে♏ একটি ফটোশুট করার পর কালো গাউন পরে কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আমায়রা। তার পর༒ থেকেই এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
২০১৩ সালে ‘ইশাক’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন অমায়রা। এরপর তামিল এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।