• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভালোবাসা দিবসে ‍মুক্তি পাচ্ছে ‘কাজল রেখা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০৮:৩৬ পিএম
ভালোবাসা দিবসে ‍মুক্তি পাচ্ছে ‘কাজল রেখা’
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ গীতিকার ‘কাজল রেখা’ অবলম্বনে খ্যাতিমান পরিচালক গিয়াস🐼 উদ্দিন সেলিম নির্মাণ করছেন সিনেমা। সিনেমাটির শুটিং চলছে। এটি মূলত একটি রূপকথার গল্🔥প, যা ৪০০ বছর আগের কাহিনি।

জানা গেছে, ছবির সব কাজ শেষ। সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। গত বছরের এপ্রিলে শুটিং শুরু হয় এবং শেষ হয় চলতি বছরে। ‘কাজল রেখা’ ছবিতে কঙ্কণ দা﷽সী চরিত্রে রাফিয়াত রশীদ মিথিলা, কাজল রেখা চরিত্রে মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান এবং সুচ কুমার চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, সাহানা সুমি, খাইরুল বাসার প্রমুখ।

নতুন বছরের ভা🧜লোবাসা দিবস উপলক্ষে ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে ছবিট👍ি মুক্তি পেতে যাচ্ছে। শিগগিরই নামবেন প্রচারণায়। তবে তার আগে পুরো টিম নিয়ে নির্মাতা হাজির হচ্ছেন বিশ্বকাপের খেলার মাঠে।

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকি♈স্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবে সিনেমাটির নায়ক, নায়িকা ও কুলাকুশলীর একটি দল। এ উপলক্ষে ২৬ অক্টোবর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দলটি।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, “খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ ছবির প্রমোশনেরও উদ্দেশ্য আছে। নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা বেশ কয়েকজন দুটি খেলাতেই সিনেমার নাম সংবলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক🤪 ঢিলে দুই পাখি মারা। আমি, ছবির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন ২৬ অক্টো𝕴বর ভারতে রওনা হব। ইরেশ যাকের ও মিথিলাও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।”

গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, “যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা আগে ভাগে প্রচার প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদে༒শের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই সুযোগটা কাজে লাগাচ্ছি।”

Link copied!