ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। একটা সময় নিয়মিত অভিনয় করেছেন। এরপর নাম লেখান উপস্থাপনায়। এখানে সফল হলে💞ও সমালোচনা কম হয়নি তাকে নিয়ে। তবে সমালোচনা কানে না নিয়ে এগিয়ে গেছেন জয়। বর্তমানে পুরোদস্তুর কনটেন্ট ক্রিয়েটর এই অভিনেতা। এই মাধ্যমটিতে সহজেই পেয়েছেন প্রতিষ্ঠা। নিজের 🌳ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নানা অভিমত ও টক-শো করে থাকেন তিনি। এ থেকে বেশ ভালো টাকা আয়ও করে থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আয়ের একটা হিসাব প্রকাশ করেছেন জয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, “২০২৩ সালে নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লাখ টাকা♕ এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবা༺দ।”
জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অꦯনুসারীরা। তারা শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকেই।