সমাজের কষাঘাতে মানসিক বিকারগ্রস্ত হওয়া আর্থার ফ্লেককে আবারও দেখা যাবে পর্দায়। ২০১৯ সালে বিশ্বব্যাপী সাড়াজাগানো সিনেমা ছিল ‘জোকার’। সাইকোলজিক্যাল এই থ্রিলারটির সিকুয়েল দেখার দ🐷াবি দীর্ঘদিনের। এবার সেই দাবি পূরণ হতে যাচ্ছে। আগামী বছর পর্দায় আসছে জনপ্রিয় চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়েল ‘জোকার: ফোলি অ্যা ডিউক্স’।
ইতোমধ্যে হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই তুমুল হাইপ তৈরি হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অনুরাগীদের আগ্রহের পারদ আরো ๊তুঙ্গে উঠল সদ্য প্রকাশিত জোকারের নতুন কিছু ছবি দেখে। ছবিগুলো সামাজিক মꦗাধ্যমে শেয়ার করেছেন পরিচালক টড ফিলিপস।
সম্প্রতি ‘জোকার’ মুক্তির চার বছর পূর্তি উপলক্ষে টড ফিলিপস তার ইনস্টাগ্রামে আসন্ন চলচ্চিত্র ‘জোকার: ফোলি অ্যা ডিউক্স’-এর প্রধান তারকা হোয়াকিন ফিনিক্সের একটি নতুন লুক প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ‘জোকার’ রঙিন ছাতা বেষ্টিত হয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। বিষন্ন মুখে চোখ বন্ধ করে আকাশপানে তাকিয়ে বৃষ্টি মাখছেন গায়ে। অপর একটি ছবিতে হার্🐻লে কুইনের ভূমিকায় লেডি গাগাকে দেখা গেছে।
২০২৪ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তির দিন ধা🌳র্য থাকলেও জোকারের নতুন ছবিগুলো সিনেপ্রেমীদের প্রত্যাশার পারদ বাড়িয়ে অপেক্ষার পালা আরো ♉ভারী করতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এদিকে সিনেমার শুটিং শেষ হলেও সিনেমাটির প্লট এখনো গোপন রাখা হয়েছে। সিক্যুয়েলটি বেশিরভাগই রহস্যে আচ্ছন্ন।
‘জোকার: ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করেছেন। হার্লিন কুইঞ্জেল গথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে উঠেন। অপরদিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফির𒁏ে এসেছেন হোয়াকিন।
এর আগে ২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিলো। সিনেমাটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ꩲ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছে। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন। সেরা মৌলিক স্কোরের জন্য হিলদুর গুওনাদোত্তিরও অস্কার পান এই সিনেমা দিয়ে।