বিশ্বব্যাপী মুক্তি পাওয়া বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’ অবশেষে বাংলাদেশেও সেন্সর ছাড়পত্র পেয়েছে। ‘জওয়ান’ সিনেমার আমদানিকার𝔉ক প্রতিষ্ঠান অ্যাকশন কাট♔ এন্টারটেইনমেন্টের অনন্য মামুন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেꦅ এক পোস্টে অনন্য মামুন লিখেছেন, ‘জওয়ান আন-কাট সেন্সর। বাংলাদেশে প্রদর্শনে আর কোনো ব﷽াধা নেই।’
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্য মামুন বলেন, ‘‘সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট। প্রতিষ্ঠানটির সঙ্গে সিনেমাটি আমদানিতে যুক্ত আছে রংধনু গ্রুপও। আমরা সিনেমাটি আন্তর্জাতিꦦক মুক্তির দিনে বাংলাদেশের দর্শকদের দেখাতে প্রস্তুত।’’
জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দক্ষিণি নারী সুপারস্টার 🍃নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড তারকা দ❀ীপিকা পাডুকোনকে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চুক্তি ‘সাফটা’র আওতায় ‘জওয়ান’ বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে শꦬাকিব খানের ‘নবাব এলএলবি’।