দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক ‘জবা’। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান, সংলাপ কলিন রড্রিক এ🥂বং চিত্রনাট্য সম্পাদনায় রয়েছেন নাসিমুল হাসান। ধারাবাহিকটির লাইন প্রোဣডিউসার হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান চিত্রগ্রাহক সবুজ হাওলাদার এবং চিত্র সম্পাদক মুক্তাদির রহমান তুষার।
আশিস রায়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, অরুণা বিশ্বাস, রেজমিন সেতু, সোহান খান, শাহ আলম দুলাল, নরেশ ভুঁইয়া, শানারেই দেবী শানু, রেজাউল আমিন সুজন, নূর এ আলম নয়ন, দোলন দে, সাবিনা ইয়াসমীন রনি, আনোয়ার শাহী, রীনা রহমান, রোদলা মির্জা, সুজাত শিমুল।
প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা𓆏য়। এছাড়াও দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউট𝔍িউব চ্যানেলে।
নাটকের গল্পে দেখা যাবে, বড় বৌꦕ রেহণূমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রের মাঝে ছোট বৌ জবাকে সঙ্গে চায় তার শাশুড়ি বিলকিস বেগম। এজ🐽ন্য বিলকিস বাড়ির চাবি বুঝিয়ে দিয়ে জবাকে প্রস্তাব দেন সংসারের হাল ধরতে। কিন্তু জবা সংসারের দায়িত্ব নিতে চায় না। তার ইচ্ছা অনেক পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়ার।
জবা কি পারবে তার শাশুড়ির বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছাটা পূরণ করতে?