বলিউড অভিনেতা ইমরান হাশমি। ২০০৬ সাল থ♛েকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্যই উপভোগ করছিলেন ইমরান। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে। প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন তাদের। সম্প্রতি এই সংসারে ভাঙনের সুর 💃বেজেছে। কিন্তু হঠাৎই ইমরান জানালেন স্ত্রী নাকি হুমকি দিচ্ছেন বিবাহবিচ্ছেদের।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রে জানা যায়, তার স্ত্রী পারভীন শাহানী নাকি প্রায় দিনই বিয়ে ভাঙার হুমকি দেন। কারণটাও জানিয়েছেন নিজেই। ইমরান বলেন, ‘আসলে পুরো পরিবার থেকে আমার খাদ্যাভ্যাস একেবারে আলাদা। কারণ, আমি শরীর স্বাস্থ্যের জন্যে দু’বছরে একবার খাদ্যাভ্যাসের বদল করি। সেই দু’বছর আমার মধ্যাহ্নভোজ ও নৈশভোজের কোনও নড়চড় হয়নি। সেটা ওর জন্য বিরক্তির বিষয়। এর জন্য মাঝেমধ্য💎েই আমার কাছ থেকে বিচ্ছেদ চায়। কিন্তু বিষয়টি আমরা বেশ ভালোভাবেই উপভোগ করছি।’
ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। গেল বছরের নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এ ছাড়া বর্তমানে তার হাতে রয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘ওজি’। সুজিত পরিচ🐼ালিত সিনেমাটিতে ইমরান ছাড়াও অভিনয় করছেন পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ।