• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে সুপার সিনেম্যাটিক গান নিয়ে আসছেন ইমরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ১২:২০ পিএম
ঈদে সুপার সিনেম্যাটিক গান নিয়ে আসছেন ইমরান
ইমরান ও মারিয়া। ছবি: সংগৃহীত

ঈদ উৎসবে সুপার সিনেম্যাটিক গান নিয়ে আসছে জনপ্রিয় সংগীত শিল্পী  ইমরান। গানটির শিরোনাম ‘ভালোবাসি বলে যাও’। লিখেছেন ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘রাজকুমার’-খ্যাত সিনেমার গীতি🐭কবি আসিফ ইকবাল। আর তাতে সুর-সংগীত🏅ায়োজন করেছেন ইমরান নিজেই। কণ্ঠ দিয়েছেন ইমরানের সঙ্গে মারুফা তৃষা।

গানটির কথার রেশ ধরে হয়েছে সিনেম্যাটিক ভিডিও। সৈকত রেজার ন☂ির্মাণে এতে নায়ক ইমরানের বিপরীতে নায়িকারূপে হাজির হচ্ছেন মারিয়🍌া শান্ত।

গানচিত্রটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘একদম সুপার সিনেম্🐻যাটিক গান এটি। কথা য🐻েমন, ভিডিওটাও সিনেমার মতো হয়েছে। আশা করছি ঈদে সবার ভালো লাগবে এটি।’

ইমরান জানান, শিগগিরই গানচিত্রটি পไ্রকাশ পাবে 🥂তারই ইউটিউব চ্যানেলে।

Link copied!