‘প্রথম সংসার ভেঙে গেছে চঞ্চল চৌধুরীর। নতুন করে বিয়ে করে আবার সংসারীও হয়েছেন তিনি। তবে এখানেও সুখ নেই তার। এরমধ্যে সখ্যতা গড়ে ওঠে ꦿপ্রথম স্ত্রীর সঙ্গে।’ এমন গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘প্রাক্তন’। এতে রবিন চরিত্রে অভিনয় করജেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, চার বছর আগেই রবিন আর কাজলের সংসার ভেঙে গেছে। তাদের ছয় বছর বয়সি মেয়ে রিয়ানা মায়ের ক🌄াছেই থাকে। সন্তানের সব খরচ বাবাই দেয়। রবিন দ্বিতীয়বার বিয়ে করার আগে সন্তানকে প্রায়শই নিজের কাছে নিয়ে রাখত। কিন্তু বিয়েরܫ পর আর নিতে পারেন না।
এদিকে সন্তানসহ কাজলকেও কেউ আর বিয়ে করতে চায় না। ভাইয়েরাও ডিভোর্সি বোনের দায়িত্ব পালনে ইচ্ছুক নয়। এসব কিছু এ🧔ক সময় রবিনকে শেয়ার করে কাজল বলে, ‘‘আর নিজেকে টেনে নিতে পারছে না।’’ একটা ভালো পাত্র খুঁজে দিতে। এদিকে রবিনও দ্বিতীয় সংসারে সুখী নয়। কিন্তু সমাজের ভয়ে স্ত্রীকে ছেড়েও দিতে♛ পারছে না।
টেলিফিল্মটি নিয়ে চঞ্চল বলেন,‘‘গল্পটা মনস্তাত্ত্বিক। কিছুটা ভাবাবেগ আছে। সু🦩ন্দর একটি বার্তাও রয়েছে। আমার বিশ্বাস, এটি 💎মানুষের মনে দাগ কাটবে।’’
রোববার (২ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচারিত হয়েছে ‘প্রাক্তন’ টেলিফিল্মটি। এতে চঞ্চল চৌধুরীর বিপরীতে কাজল চরিত্রে অভিনয় করেছেন সারিকা। সাজিন বাবুর রচনায় টেলিফিল্মটি পরিচালনܫা করেছেন সকাল আহমেদ।