২৬ মে ঢাকায় আসছেন ‘কুরুলুস উসমান’ এর নায়ক বুরাক অ্যাজিভিট । তিনি ডাবিংয়ের বদৌলতে তুরস্কের বহু ঐতিহাসিক টিভি সিরিজ এখন বাংলাতেও ভীষ༒ণ জনপ্রিয়। এরমধ্যে অন্যতম একটি সিরিজ ‘কুরুলুস উসমান’। আর এই সিরিজের নায়ক উসমান চরিত্রে অভিনয় করা বুরাক অ্যাজিভিট আসছেন বাংলাদেশে!
গেল এক ভিডিও বার্তায় বাংলাদেশ স𝄹ফরের ঘোষণা দেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে বাংলাতেও কথা বলতে দেখা গেছে তাকে। কবে আসছেন এ বিষয়ে তখন জানাননি। এবার বাংলাদেশে আসার তারিখ ঘোষণা করে দিলেন আরেকটি ভিডিও বার্তা।
বুরাক অ্যাজিভিট জানিয়েছেন, আগামি রবিবার (২৬ মে) তিনি বাংলাদেশে আসছেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন তুಌরস্কের এই তারকা।
🦹উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট। আর এ কারণে দেশের দর্শক তাকে উসমান নামেই চেনেন। এই সিরিজটির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই নায়কের বাংলাদেশে আসার খবরে বহু দর্শকই তাকে সরাসরি দেখার অপেক্ষায় আছেন।
‘কুরুলুস উসমান’-এ মূল চরিত্রের পাশাপাশি তুরস্ক🤪ের তুমুল জনপ্রিয় আরেক সিরিজ ‘সুলতান সুলেমান’-এ বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন বুরাক। সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান।