হলিউডের প্রয়াত অভিনেত্রী মেরিলিন মনরোর সমাধির পাশে চি♏রনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পেতে বিপুল অঙ্কের টাকা খরচ করেছেꦗন যুক্তরাষ্ট্রের এক প্রযুক্তি ব্যবসায়ী। জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের অ্যান্টনি জেবিন নামের ওই ব্যক্তি নিলামে মনরোর কাছাকাছি একটি সমাধি এক লাখ ৯৫ হাজার মার্কিন ডলারে কিনে নিয়েছেন। খবর বিবিসির।
সমাধি কেনা নিয়ে জেবিন বলেন, মনরোর সমাধির পাশে জায়গা পাওয়া তার আজীবনের স্বপ্ন। প্রাপ্তবয়স্কদের বিনোদন সাময়িকী ‘প্লেবয়’ প্রতিষ্ঠাতা হিউ হেফনার ১৯৯২ সালে মেরিলিন মনরোর ঠিক পাশের সমাধির জায়গাটি কিনে নিয়েছিলেন।
হলিউডের ইতিহাসের সবচেয়ে আবেদনময়ী তারকাদের একজন মেরিলিন মনরো ১৯৬২ স⛎ালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান। অতিরিক্ত মাত্রায় বিষণ্ণতা দূর তথা ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন বলে মনে করা হয়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মনরোর সমাধির ক♏াছে এখনো যান অসংখ্য ভক্ত। তার নিজের সময়ে মনরোই সবচেয়ে জনপ্রিয় হলিউড তারকা ছিলেন।