• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রথম দিনে ৪০ কোটি আয় করল ‘গাদার ২’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৫:১১ পিএম
প্রথম দিনে ৪০ কোটি আয় করল ‘গাদার ২’
ছবি: সংগৃহীত

মুক্তির পরেই  বক্স অফিসে ঝড় তুলেছে  সানি দেওলের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘গাদার ২’। শুক্রবার (১১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক🌠্তির পরেꦰ সিনেমাটি একটি দুর্দান্ত উদ্বোধনের সাক্ষী হয়েছে।

স্যাকনিল্ক-এর তথ্যমতে, সিনেমাটি প্রথম দিনে ৪০ কোটি রুপি আয় করেছে। ২০২৩ সালে শাহরুꦚখ খানের পাঠানের পর এটিই প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম দিনে সিনেমাটি ৬০ শতাংশের বেশি দখল দ✅েখিয়েছে প্রেক্ষাগৃহে। রাতের শোগুলো অত্যাশ্চর্যজনকভাবে ৮৬ শতাংশ দখল পেয়েছে।

এদিকে বক্স অফিসের পাশাপাশি দর্শকমহলেও দারুণ প্রশংসিত হচ্ছে গাদার ২। ইতি🀅মধ্যেই সিনেমা বিশ্লেষকরা সিনেমাটির প্রশংসা করে ন🍰িজেদের মতামত জানিয়েছেন। প্রশংসা পাচ্ছে সমালোচকদেরও।

এর ꧂আগে মুক্তির কয়েক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়ে সিনেমাটি। আমিশা ও সানি অভিনীত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২২ বছর পর নির্ম꧙িত হয়েছে ‘গদর টু’। সিনেমায় সানি-আমিশা ছাড়া আরও অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেক চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গদর টু’র জন্য গেয়েছেন। 

Link copied!