মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওলের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘গাদার ২’। শুক্রবার (১১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক🌠্তির পরেꦰ সিনেমাটি একটি দুর্দান্ত উদ্বোধনের সাক্ষী হয়েছে।
স্যাকনিল্ক-এর তথ্যমতে, সিনেমাটি প্রথম দিনে ৪০ কোটি রুপি আয় করেছে। ২০২৩ সালে শাহরুꦚখ খানের পাঠানের পর এটিই প্রথম দিনের আয়ে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম দিনে সিনেমাটি ৬০ শতাংশের বেশি দখল দ✅েখিয়েছে প্রেক্ষাগৃহে। রাতের শোগুলো অত্যাশ্চর্যজনকভাবে ৮৬ শতাংশ দখল পেয়েছে।
এদিকে বক্স অফিসের পাশাপাশি দর্শকমহলেও দারুণ প্রশংসিত হচ্ছে গাদার ২। ইতি🀅মধ্যেই সিনেমা বিশ্লেষকরা সিনেমাটির প্রশংসা করে ন🍰িজেদের মতামত জানিয়েছেন। প্রশংসা পাচ্ছে সমালোচকদেরও।
এর ꧂আগে মুক্তির কয়েক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়ে সিনেমাটি। আমিশা ও সানি অভিনীত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২২ বছর পর নির্ম꧙িত হয়েছে ‘গদর টু’। সিনেমায় সানি-আমিশা ছাড়া আরও অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেক চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গদর টু’র জন্য গেয়েছেন।