• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হুমায়ূন সাধু চলে যাওয়ার চার বছর আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০১:৫৮ পিএম
হুমায়ূন সাধু চলে যাওয়ার চার বছর আজ
হুমায়ূন সাধু। ছবি: সংগৃহীত

আজ নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর ꦅপ্রয়াণ দিবস। ২০১৯ 𒉰সালের আজকের দিনে মাত্র ৩৭ বছর বয়সে না-ফেরার দেশে চলেন যান তিনি। হুমায়ূন সাধুর প্রয়াণ দিবসে তাকে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।

হুমায়ূন সাধুর♎ প্রকৃত নাম হুমায়ূন কবীর সাধু। তার জন্ম চট্টগ্রামে। শৈশব ও কৈশ𝄹োর কেটেছে সেখানেই। ৯ ভাইবোনের মধ্যে তিনি সপ্তম। মা মরিয়ম বেগম ছিলেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সাধু শারীরিকভাবে অন্যদের চেয়ে কিছুটা খর্বাকৃতির ছিলেন। এ জন্য বাবা স্কুলে পাঠাতে আগ্রহী ছিলেন না। বড় বোনের কাছেই তা🐠ই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সাধু। পরে বড় বোন ত༺াকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠান। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে নিতে অনাগ্রহ প্রকাশ করেন।

সিনেমা বানানোর স্বপ্🔯ন নিয়ে ঢাকায় আসা সাধু সহকারী হিসেবে কাজ শুরু করেন নির🀅্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পাশাপাশি যাত্রা করেন অভিনয়শিল্পী হিসেবেও।

সাধুর প্র🐼থম চলচ্চিত্র ‘হোমো-সেপিয়েন্স’। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গুঞ্জন’ ও ‘গড ভার্সেস গড’। ‘বেঁচে থাকার জন্য আমি’ এবং ‘পাখি পাকা পেঁপে খায়’ নামে নাটক সিরিজ তৈরি করেন তিনি।

হুমায়ূন সাধুর আলোচিত🌼 নাটক ‘চিকন পিনের চার্জার’। নাটকটির লেখক ও পরিচালক তিনি নিজেই। এ নাটকে অভিনয়ও করেছেন এবং তার বিপরীতে ছিলেন অভিনেত্রী শাহতাজ। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে-মেড ইন বাংলাদেশ, বিউটি সার্কাস, সাত ভাই চম্পা, চোরাবালি। এ ছাড়া ‘ঊন মানুষ’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি।

সর্বশেষ অভিনেতা হিসেবে দেখা গেছে মাবরুর রশিদ বান্নাহর ‘ভিউ বাবা’ নামের একটি নাটকে।  হুমায়ূন সাধুর লেখা অবলম্বনে বেশ কিছু শর্টফিল্ম ও নাটক তৈরি হয𒈔়েছে। তার লেখা গল্পের বই ‍‍‘ননাই‍‍’ প্রকাশিত হয়েছে। মুক্তি প্রতীক্ষিত ‘꧙বিউটি সার্কাস’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এখানে তিনি একজন সার্কাসের ক্লাউন হিসেবে অভিনয় করেছেন।

জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর চ🦩ার বছর হতে চলছে আজ। আজও কোটি দর্শকের হৃদয়ে বেঁচে আছেন দেশের খ্যাতিমান এই মানুষটি।

Link copied!