• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অবশেষে জানা গেল জোভানের স্ত্রীর পরিচয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ০৯:৪৮ পিএম
অবশেষে জানা গেল জোভানের স্ত্রীর পরিচয়
জোভান ও তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। ছবি: সংগৃহীত

বিয়েতে কবুল বলার পর জানা গেল প্রিয় অভিনেতার বিয়ের খবর। তার স্ত্রী কে? তা𝕴কে নিয়ে তৈরি হয়েছে মানুষের আগ্রহ! অবশেষে জানা গেল জোভানের স্ত্রীর পরিচয়।

শুক্রবার ( ১২ জানুয়ারি) জোভানের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে সেরেই রাত ৯টায় ꦐনিজের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

জা🐟না গেছে, জোভানের পাত্রীকে পারিবারিকভাবে ঠিক করা হয়। তবে বিয়ের আগে একে অন্যকে জানতে প্রায়ই দুজনের সঙ্গে কথা হতো। 

এরপর গত মাসে বিয়ের আগের সব রীতিনীতি সম্পন্ন হয়। অভিনেতা ফারহান আহমেদ জোভান সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।
দেশের একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, যাকে বিয়ে করেছেন তিনি জোভানের প্রেমিকা। বিনোদন জগতের কেউ নন। বাসা রাজধানীর পুরান ঢাকায়। পড়ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে।
 জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন 𓆏আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।

 

 

Link copied!