মুক্তির মাত্র ৫ দিনে ভারতে ১৫০ কোটির বেশি আয় করেছে হৃত্বিক-দীপিকার বিগ বাজেটের সিন☂েমা ‘ফাইটার’। বিশ্বজুড়ে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ কোটির কাছাকাছি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হৃত্বিক রোশান ও দীপিকা পাড়ুকান। গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। শুধু ভারতের ৪ হাজার ২০০ পর্দায় প্রদরꦉ্শিত হচ্ছে সিনেমাটি।
𒈔ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটিরও বেশি। ভারতীয় সংবাদমাধ্যমের প༺্রতিবেদন অনুসারে, এই সিনেমায় অভিনয়ের জন্য ৮৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন হৃত্বিক।
ছবিতে তার সহ-অভিনেত্রী দীপ﷽িকা পাডুকোন নিয়েছেন ২০ কোটি। অভিনেতা অনিল কাপুর পেয়েছেন ১৫ কোটি টাকা। ছবি নির্মাণে মোট ব্যয়ের অধিকাংশ অংশই 💜খরচ হয়েছে তারকাদের পারিশ্রমিক বাবদ।