• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড

রুপের জৌলুশে চোখ ধাঁধালেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ১২:৪৬ পিএম
রুপের জৌলুশে চোখ ধাঁধালেন যারা
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে উত্তাপ ছড়ানো নায়িকারা। কোলাজ ছবি

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশ্বের বড় বড় তারকারা উপস্থিত ছিলেন। তাদের স্বাগত জানাতে প্রস্তুত 🔯ছিল লালগালিচা। নায়িকাদের কাছে পুরু গালিচায় পা ডুবিয়ে হাঁটার মজাই আলাদা। তাদের রুপের জৌলুশে চোখ ধাঁধাল উপস্থিত দর্শকদের। সবাই অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনের জন্য।

যুক্তরা🐷ষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্💟যাঞ্জেলেসে ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের হলিউডের অ্যাওয়ার্ডের মৌসুম। 

সোমবার♏ (৮ জানুয়ারি) &n🌠bsp;স্থানীয় সময় রাত ৮টায় বেভারলি হিলসে অবস্থিত হোটেল বেভারলি হিলটনে বসে এবারের আসর।

এবারের আসরে উপস্থিত ছিলেন মার্গট রবি, লিওনার্দো ডিক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স পুগ, অ্যাঞ্জেলা ব্যাসেট, টেলর সুইফ্ট, ডুয়া লিপা এবং আরও🌳 অনেক তারকা। কোনো নায়িকার সাজ এদিন সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল🦩? কাকে দেখে রাতের ঘুম উড়ল সবার। 

চলুন জেনে নিই

সেলেনা গোমেজ টকটকে লাল জর্জিও আর্মানি পোশাকে ঝলমলে। সঙ্গে মেটালিক হিলস, হাই বান আর হিরের ঝলক। সেলেনা অনন্যা। রবার্ট ডাউনি জুনিয়র সেফ খেলেছღেন। আপাদমস্তক কালো পোশাকে সেজে উপস্থিত অনুষ্ঠানে। তাতেই ড্যাশিং তিনি।

মার্গারেট রবি আন্তর্জাতিক মঞ্চেও বার্বির জাদুকাঠি বুলিয়ে দিয়েছেন। কীভাবে? গোলাপি গাউন, ড্রামা♊টিক রাফেল আর হিরের হালকা গয়নায় সেজে।

ডুয়া লিপার থেকে এদিন চোখ ফেরানো যাচ্ছিল না! নায়িকা মৎস্যকন্যা সেজেছিলেন কালো ফি🀅সটেলও গাউনে। তার গলায় দুর্লভ টিফানি নেকলেস।

এমা স্টোন। নাম তো শুনেছেন। এবার তার জৌলুশের তাপে নিজেকে সেঁকে নিন। বেজরঙা ফ൩্লোরাল গাউন আর হালকা গয়না তার বিশেষ দিনের সাজ। ডিপকাট গলা আর থাই-হাই স্লিট উষ্ণতার পারদ চডꦯ়িয়েছে।

জেনিফার লোপেজ পুরো পিঙ্কি পরী। গোলাপি রঙের টিউব ফিশটেল গাউন। ওপেন শোল্ডারে হাতের কাছে ভেলভেটের বড় গোলাপ। সঙ্গে হীরার গয𓃲়না, খোলা চুল।

🌱রবার্ট ডাউনির ঠিক বিপরীত সাজ জোনাথন বেইলের। তিনি আপাদমস্তক সাদা পোশাকে সেজেছিলেন। রিস উইথারস্পুন যেন এই প্রজন্মের প্রতিনিধি। পেলব গোলাপি আর কালোর সহবাসে তৈরি অফ শোল্ডার গাউনে ঝকঝকে। গলায় চওড়া হিরের নেকলেস আর বুদ্🧸ধিদীপ্ত হাসি।

লিওনার্দো ডি ক্যাপ্রিওকে দেখার জন্য মুখিয়ে ছিলেন সবাই। তিনি সাদা-ক💃ালোর যুগলবন্দিতে হাজির।

 

Link copied!