রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবিত দেখে অনেকেই চমকে উঠেছিলো সেদিন। সাদা চুল, সাদা লম্বা দাড়ি, কালো আলখাল্লা পরে রবি ঠাকুরের বেশে সামনে এস🌄েছিলেন বলিউড অভিনেতা অনুপম খের। তাঁকে এই বেশে দেখে নেট–জনতা অবাক। কিন্তু টালিউড অভিনেত্রী স্🍸বস্তিকা মুখোপাধ্যায় রবি ঠাকুরের বেশে অনুপম খেরকে মোটেও মেনে নিতে পারেননি। আর তাই এই টালি নায়িকা প্রকাশ্যে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
নিখুঁত মেকআপে অনুপম খেরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব মুর্তিই যেন ফুটে উঠেছে। দর্শক এম🍃ন লুকের প্রশংসাই করছেন। সম্প্রতি অনুপম কবিগুরুর বেশে সাদা-কালো একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রামের পাতায় পো꧋স্ট করেছিলেন। এরপর থেকেই মন্তব্যের ঘরে জমছে নেটিজেনদের মন্তব্য। মুহূর্তের মধ্যে তাঁর পোস্ট করা ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি পোস্ট করে অনুপম লিখেছেন, ‘আমি আমার ৫৩৮তম প্রজেক্টে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় ক𒉰রতে পেরে গর্꧋বিত। শিগগিরই এই ছবির বিষয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিব।’
গুণী এই অভিনেতাকে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। নেটে সকলের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। কিন্তু রবি ঠাকুরের বেশে অনুপম ꦗখেরকে দেখে বেজায় ♓চটেছেন টালিউডের স্বস্তিকা।
এমনিতে ঠোঁটকাটা বলে পরিচিতি আছে তার। আর সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসেন স্বস্তিকা। তাই কোনো রাখঢাক না করে তিনি টুইট করে নিজের বিরক্তি প্রকাশ করেছেন। তবে ꦚএই টুইটে তিনি অনুপম খেরের নাম উল্লেখ করেননি। তবে কারোই বুঝতে বাকি নেই যে স্বস্তিকা অনুপমকেই কটাক্ষ করে টুইটটি করেছেন।
স্বস্তিকা তাঁর টুইটে লিখেছেন, ‘রবি ঠাকুরের চরিত্রে কারোরই অভিনয় করা উচিত নয়। মানুষটাকে এবার রেহাই দিন।’ তাঁর এই পোস্টকে ঘিরে নেট–দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বিশেষত বাঙালি নেট–জনতার একটা অংশ স্বস্তিকার এই টুইটকে সমর্থন করছেন। আবারꦜ অনেকে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও দেখিয়েছেন।