• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাগদান হল অভিনেত্রী অ্যামি জ্যাকসনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ১২:৫১ পিএম
বাগদান হল অভিনেত্রী অ্যামি জ্যাকসনের
অ্যামি জ্যাকশন ও অভিনেতা এড ওয়েস্টউইক। ছবি: সংগৃহীত

বাগদান হল হলিউডের আলো🍃চিত অভি🔯নেত্রী অ্যামি জ্যাকসন এবং ‘গসিপ গার্ল’ অভিনেতা এড ওয়েস্টউইকের। সোমবার ২৯ জানুয়ারি তারা এই খবর সামাজিক মাধ্যমে জানান।

অ্যামি জ্🎀যাকসন তার সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে 🍰দেখা গেছে পেছনে উঁচু পাহাড়, তুষারে ঢাকা। দুই পাহাড়ে সংযোগ ঘটিয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজে এড ওয়েস্টউইক-কে হাঁটু গেঁড়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীর সামনে। আরো দুটি ছবিতে তাদেরকে জড়িয়ে থাকতে দেখা গেছে। অ্যামির হাতে দেখা গেছে বাগদানের ডায়মন্ড রিং।

ক্যাপশনে অ্যামি লিখেছেন, ‘হ্যাঁ বললাম।’ সাথে একটি আংটির ইমোজি দিয়েছেন তিনি। বা⭕গদানের দিন অ্যামির পরনে ছিল সাদা স্যুট। এড পরেছিলেন এ🐈কটি গ্রে জ্যাকেট, অলিভ সবুজ রঙের প্যান্ট এবং জুতো।

সৌদি আরব রেড সি ইন্টারন্যাশ🃏নাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সম্পর্কের কথা স্বীকার করেন অ্যামি।

হল💜িউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা🧜 গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

Link copied!