বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী 𝐆আলম। যাকে সবাই ‘ব্যাচেলর পয়েন্ꦺট’ নাটকের হাবু ভাই নামেই জানে।
শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে এ বিয়ের অনুষ্ঠান হয়। পাত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্বꦏবিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। এর আগে বৃহস্পতিღবার (২৪ আগস্ট) পারিবারিক আয়োজনে ‘হাবু ভাই’-এর গায়েহলুদ সম্পন্ন হয়েছে।
চাষী আলম বলেন, “পারিবারিক পছন্দেই বিয়ে করেছি।” হানিমুনের জন্য শিগগির দুজনে দেশের বাইরে যাবেন। তবে ইউরোপ যাওয়ার ইচ্ছা🙈 আছে বলে জানান তিনি।
হাবু ভাই বলেন, ‘‘বৃহস্পতিবার আমাদের গ্রামের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। শুক্রবার গুলশানের একটি রেস্তোর🌜াঁয় আমাদের বিয়ের অনুষ্ঠান স💜ম্পন্ন হয়।’’
তুলতুলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে এ অভিনেতা বলেন, “তুলতুলের এক ভাগনে আমার অভিনয়ের ভক্ত। একদিন উত্তরায় কয়েকজন বন্ধুরা মিলে চট🍸পটি খাচ্ছিলাম। সেখানে ভাগনের সঙ্গে তুলতুলও চটপটি খেতে এসেছিল। আমাকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তোলে। তারা আমার অভিনয়ের প্রশংসা করে। সেদিন আমাদের প্রথম পরিচয়। আমার ফোন নম্বর নিয়েছিল সে। এর কিছুদিন পর ফোনে আমাদের কথা শুরু হয়। একপর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা শুরু হয় আমাদের। কিন্তু বেশি দিন তো প্রেমের স্বাদ নিতে পারলাম না। মা ও চাচির চাপাচাপিতে তাড়াতাড়ি বিয়েই হয়ে গেল।”